জাহাঙ্গীর বাদশার রিপোর্টঃ ঘাটাল লোকসভা ভোটের আগে একসঙ্গে তিনটি পথ থেকে ইস্তফা দিলেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী তথা দেব।
পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক কে চিঠি লিখে এক সঙ্গে তিনটি পথ থেকে ইস্তফা দিলেন ঘাটালের সাংসদ দেব, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে প্রেসিডেন্ট পদ এর পাশাপাশি ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এর পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব।
যদিও কি কারনে তিনি একসঙ্গে তিনটি পথ থেকে ইস্তফা দিয়েছেন তা সঠিক কারণ জানা যায়নি, তবে লোকসভা নির্বাচনের দেব প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে নানা মহলে।
0 মন্তব্যসমূহ