Header Ads Widget

ERTERTERT

পাঁশকুড়ার মেচোগ্রামে বাইক দু*র্ঘট*নায় মৃ*ত্যু হল এক বাইক আরোহির


 জাহাঙ্গীর বাদশার রিপোর্ট : পাঁশকুড়ার মেচোগ্রামে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহির। জানা যায় পাঁশকুড়া থেকে কোলসরের দিকে যাচ্ছিল বাইকটি,  মেচোগ্রাম বাস স্ট্যান্ড পেরিয়েই কিছুটা দূরে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারে দ্রুতগতিতে থাকা বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর, এই ঘটনায় ওই বাইক আরোহীর সঙ্গে থাকা আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায়, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়,পরে

 


তাঁকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে বাইকটি উদ্ধার করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃত যুবকের পরিবারে। জানা মৃত যুবকের নাম কৌশিক মাইতি, এবং আহত যুবকের নাম রাজু মাইতি, দুজনের বাড়ি কোলসরে।



হাওড়া ও কলকাতাতে সোনার শোরুমে কাজ করে, আজ সকালেই বাড়ি এসেছিল কৌশিক,বিকেলে পাড়ার এক ভাইকে সঙ্গে নিয়ে পাঁশকুড়া গিয়েছিল ফেরার পথে এই দুর্ঘটনা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ