Header Ads Widget

ERTERTERT

রূপনারায়ণে নৌকাডুবির উদ্ধারকার্যে NDRF এর সাথে কোলাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা "সংকেত"

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:8th ফেব্রুয়ারি হাওড়া জেলার বাকসিতে ঘটেগেছে ভয়াবহ নৌকাডুবি।এই ঘটনায় ৬ জন নিখোঁজ হন।যদিও NDRF টিম উদ্ধারকার্যে নামে।সকালে এক মহিলার দেহ উদ্ধার হয়।উদ্ধারকার্যে একদিকে যখন জাতীয় বিপর্জয় মোকাবিলা বাহিনী বা  NDRF টিম উদ্ধার কার্য ও তল্লাশী চালাচ্ছে বিভিন্ন দিকে বিভিন্ন সময়ে,ঠিক তখনই উদ্ধারকার্যে হাতবাড়ালো পূর্ব মেদিনীপুর জেলার  কোলাঘাট থানার কোলাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা সংকেত ক্লাবের সদস্যরা।


৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে কোলাঘাট থেকে নদীপথে মাইক প্রচার সহ নদীবক্ষে তল্লাশি চালায়।যদি কোন দেহ নদীতে দেখতে পাওয়া যায় সে বিষয়ে নজরদাবী চালায় এবং নদী তীরবর্তী এলাকায় সাধারন মানুষকে জানানোর লক্ষ্যে হ্যান্ড  মাইকে প্রচার চালানো হয়।এদিন কোলাঘাট থেকে হাওড়া জেলার সামতাবেড়,নাউপালা সহ একাধিক এলাকায় তল্লাশি ও প্রচার চালানো হয় সংকেতের পক্ষ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ