কল্পিতার রিপোর্ট মেখলীগঞ্জ: আজ 11ই মার্চ ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) মেখলীগঞ্জ মহকুমা কমিটির ডাকে মেখলীগঞ্জ হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হল যৌবনের ডাকে জনগণের সমাবেশ। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কম: মিনাক্ষী মুখার্জি সম্পাদক DYFI রাজ্য কমিটি, কম: জীবেশ সরকার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য, কম: সলিল আচার্য সম্পাদক জলপাইগুড়ি জেলা কমিটি, কম: অনন্ত রায় সম্পাদক কোচবিহার জেলা কমিটি, কম: দেবাঞ্জন দে সম্পাদক SFI রাজ্য কমিটি।
DYFI রাজ্য সম্পাদক কম: মিনাক্ষী মুখার্জি তার বক্তব্যে বলেন "চোর-ধর্ষক-জালিয়াতরা তৃণমূলের সম্পদ,গরীব মানুষের রুটি রুজী এরা কেড়ে নিয়েছে।বাংলার মা বোনদের লক্ষীভান্ডারের নামে 1000 টাকা দিচ্ছে কিন্তু কেড়ে নিয়েছে সন্মান। রাতের বেলার তৃণমূলের পার্টি অফিসে ডাক পরে পিঠে ভাজার নামে। আবার কোনো এক বিচারক BJP তে খুজে পাচ্ছেন সম্পদ ঠিক যেমন নোংরা ড্রেনে শুয়োর সৌন্দর্য খোঁজে তেমনই। সামনের লোকসভা নির্বাচনে কে জিততে পারে সেটা ভেবে না ভোট দিন কারা জিতলে মানুষের অধিকারের দাবি পৌছে দেবে পার্লামেন্টে,কাদের দম আছে মানুষের জন্য লড়াই করার সেটা দেখে ভোট দিন"।
0 মন্তব্যসমূহ