ময়নার বাকচা থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :এ এক অন্য পূজো। যা সম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন যা ১৬৪ বৎসর ধরে চলে আসছে।পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত বাকচা গ্রামে মা ওলাবিবির পূজো তে সম্প্রীতির নজির।তবে মূলত মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরু এই পূজো করে থাকেন।
উল্লেখ্য কোনো পুরোহিত ছাড়াই মৌলবির কলমা ও কোরানের আয়েত পড়ে এই মা ওলাবিবির শুরু পূজো হয়।তবে এই পূজোতে চল রয়েছে ভেড়া বলির ।আজ প্রায় ১০০ টির বেশি ভেড়া বলির মাধ্যমে সেই মাংস রান্না করেই এই পূজোর প্রসাদ হিসেবে ব্যবহার করা হয়।এই পূজো কে ঘিরে উন্মাদনা থাকে সবার মধ্যে।এই সম্প্রীতির নজির নজর কেড়েছে সবার।
আর যারা মানত করেন তারা শুধু ভেড়ার মাংস নয়,বাড়ি থেকে সবকিছু সামগ্রী এনে মন্দির সংলগ্ন এলাকায় উনুনে পায়েস রান্না করে ওই পায়েস এর ভোগ দেওয়া হয় মা ওলাবিবিকে। লোক মুখে কথিত আছে এই মা ভীষন জাগ্ৰত বলেই সবাই মানেন।সবার কথায়, সমস্ত মনের কামনা বাসনা পূরণ করেন মা ওলাবিবি।
তবে পূজোর নির্ঘণ্ট হিসেবে মুসলিম মৌলবির কলমা পড়াকেই ধরা হয়।তা পড়ার পরেই এই পূজোর সূচনা হয়।
শুধু তাই নয়,এই অলাবিবির পূজো কে ঘিরে থাকে এক সুন্দর মেলা।টানা তিনদিন চলে এই মেলা ও নানা অনুষ্ঠান।।নানা খেলাধুলা,নাম সংকীর্তন,যাত্রা ,নাটক সহ নানা অনুষ্ঠান সম্পন্ন হয় এই পূজো কে ঘিরে ।
এলাকার মানুষজন থেকে শুরু রাজ্যের বিভিন্ন জেলা থেকে ও আশেপাশের সবাই ভিড় জমান এই মেলায়।এই কয়েকদিন এই এলাকা থাকে অপরুপ সুন্দর ও উন্মাদনা থাকে চোখে পড়ার মতো।
0 মন্তব্যসমূহ