জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: শয়তান ও বাংলার নয়া গাদ্দার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তাপস রায় কুশ পুতুল দাহ করে এমনি ক্ষোভ প্রকাশ করলো তৃণমূল। নেতৃত্ত্বে ছিল জেলা যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী আজগর আলী সহ জেলা তৃণমূলের নেতা ও কর্মীরা।
একজন তৃনমূল ছেড়ে বিজেপি আর অপর জন বিচারকের চাকরী ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতে তাদের কুশ পুত্তলিকায় জুতো পেটার ঘটনা ঘটলো।পরে সেই কুশ পুত্তলিকা গুলিতে অগ্নি সংযোগ করে তৃনমূল কর্মীরা।
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় তৃনমূলের তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি আজগর আলির নেতৃত্বে যুব তৃনমূলীরা নবাগত দুই বিজেপি নেতা তাপস রায় ও অভিজিৎ গাঙ্গুলীর কুশপুত্তলিকা নিয়ে মিছিল করে।পরে তাদের কুশপুত্তলিকা গুলিতে আগুন লাগিয়ে দেয়।
0 মন্তব্যসমূহ