Header Ads Widget

ERTERTERT

যাত্রীবাহি বাসের সাথে লরির মুখোমুখি সং*ঘ*র্ষ,আ*হ*ত একাধিক বাসযাত্রী


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: রাজ্য সড়কে আবারো ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবাহি বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক বাস যাত্রী সহ একাধিক মহিলা ও শিশু। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।


 ঘটনাটি ঘটেছে  আজ সকালে ললাট জনকা রোডে আড়গোয়াল  বাস স্ট‍্যান্ডের কাছে। স্থানীয়দের দাবি বাসটি হাওড়া থেকে দিঘা যাচ্ছিল  তখনই আড়গোয়াল বাজারে একটি লরি সামনাসামনি এসে ধাক্কা মারে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বসটি ।



 ছুটে আসে স্থানীয়রা, তারই মধ্যে ক্ষতিগ্রস্ত বাস থেকে নেমে পড়ে একাধিক যাত্রী।এরপর আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে দুর্ঘটনার  দির্ঘক্ষন পরে আসে পটাশপুর থানার পুলিশ এর ফলে ব‍্যস্ততম এই রাস্তায় সৃষ্টি হয় জানযট। 


তবে স্থানীয়দের দাবি, নিয়মিত ট্রাফিক পরিষেবা থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। স্বভাবতই আবারো রাজ‍্য সড়কের উপর দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ