জাহাঙ্গির বাদশার রিপোর্ট :পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া তথা পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম নামি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পাঁশকুড়া যুব কম্পিউটার সেন্টার।
বর্তমান সময়ে সবকিছুই কম্পিউটার এর ওপর নির্ভর। সবক্ষেত্রেই কম্পিউটার ছাড়া এক পাও এগানো যায় না।তাই কম্পিউটার কোর্স বাধ্যতামূলক।
পাঁশকুড়ার এই যুব কম্পিউটার কেন্দ্র সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স ছাড়াও বর্তমান যুগের পরিবর্তনের কথা মাথায় রেখে বহু নতুন কোর্স নিয়ে হাজির হয়েছে।
সাধারণ কোর্স এর পাশাপাশি ট্যালি সহ বহুমুখী নানা কোর্স চালু হয়েছে এই সেন্টারে। পড়াশোনার পাশাপাশি কম্পিউটার এর মাধ্যমে কাজ করে কীভাবে উপার্জন করা যায়,তা শেখার সুযোগ করে দিচ্ছে এই কেন্দ্র।
পাঁশকুড়া এলাকায় দীর্ঘ তেইশ বছর ধরে বহু ছাত্রছাত্রীদের হাতেকলমে নিজের মতো করে কম্পিউটার শিখিয়ে প্রতিষ্ঠিত করে তুলেছে এই যুব কম্পিউটার কেন্দ্র। এই সেন্টার থেকে বহু কৃতি ছাত্রছাত্রী কমপিউটার সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাবসায়ে।
উল্লেখ্য বর্তমান সময়ে চাকরি পাওয়া দুরস্ত। কিন্তু কম্পিউটার এর ভিত্তি করে চাকরির রাস্তা আজও খোলা।বহু চাকরির সুযোগ রয়েছে কম্পিউটার এর ওপর।তাই এই বহুমুখী কোর্স করে হাতেকলমে শেখার সুযোগ দিয়েছেন এই কম্পিউটার কেন্দ্র।
এই কম্পিউটার সেন্টার থেকে সাধারণ কোর্স এর পাশাপাশি CIta,Data entry,Tally, Financial, photoshopসহ বহু নতুন কোর্স চালু হয়েছে।
তাই সময় থাকতে নিজেকে প্রতিষ্ঠিত করতে আজই আসুন এই কম্পিউটার সেন্টারে। উল্লেখ্য WBCS অফিসার থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক ,উকিল, আইনজীবী, পুলিশ সবার দ্বারা কেরিয়ার গঠনের জন্য সুপরামর্শ দেওয়া হয়ে থাকে এই কম্পিউটার সেন্টার। কম্পিউটার ট্রেনিং ছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয় এই সেন্টারে।ঠিকানা পাঁশকুড়া পাঞ্জাব ব্যাংকের উপরে।ফোন নাম্বার 8967648591/9434623961
0 মন্তব্যসমূহ