Header Ads Widget

ERTERTERT

করোনা ভ্যাকসিন কে হাতিয়ার করে হ্যাকার দের নতুন প্রতারণার ছক। যা নিমেষে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। খুব সাবধান। চলুন জানাই আপনাদের বিস্তারিত

 


 ব্যুরো রিপোর্ট: বিগত কয়েক বছর আগেই বিশ্বজুড়ে করোনা ভাইরাস এক আতঙ্কের সৃষ্টি করেছিল মানুষের মধ্যে।প্রায় দুই বছর ধরে যার ভয় ভীতি মানুষের মধ্যে কাজ করছিল।ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে সামাজিক জীবনযাপন।

   


এই করোনা ভাইরাস আক্রান্ত হ‌ওয়ার পর চিকিৎসকদের মাধ্যমে বহু মানুষ সুস্থ হলেও বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই ভাইরাস এর আক্রমন এর ফলে।

 


এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সরকারী উদ্যোগে খুব অল্প সময়ের মধ্যেই করোনা ভ্যাকসিন দেওয়ার তৎপরতা দেখা গিয়েছিল সরকারী উদ্যোগে সারা দেশ জুড়ে ‌। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে,প্রায় বেশিরভাগ মানুষই এই ভ্যাকসিন এর সমস্ত ডোজ সম্পন্ন করেছেন।


 তবে এই করোনা ভ্যাকসিন কে হাতিয়ার করে এবার প্রতারনার এক ছক তৈরি করেছে একদল অসাধু ব্যক্তি।এই নতুন প্রতারণা হলো।আপনার ফোনে ফোন করে  জানতে চাওয়া হবে আমরা সরকারী স্বাস্থ্য দপ্তর থেকে বলছি ।আপনার সাথে সরকারি স্বাস্থ্য দফতর থেকে যোগাযোগ  করছি ।আপনি কী করোনা ভ্যাকসিন নিয়েছেন? করোনা ভ্যাকসিন থেকে উপকার পেয়েছেন কি? যদি নিয়ে করোনা  ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে  আপনার মোবাইলে ১  নাম্বার বোতাম টিপুন, আর যদি করণার ভ্যাকসিন না নিয়ে থাকেন তাহলে মোবাইলের ২ নাম্বার টিপুন।আর আপনি যদি ওই ফোন এর কথা মতো আপনার মোবাইলের ১ বা ২ নাম্বার বোতাম প্রেস কোরে দেন। তাহলে আপনি হেকার দের পাল্লায় পড়ে যাবেন। সংগে সংগে আপনার ফোন হ্যাক হয়ে যাবে। আর আপনার ফোন থেকে হ্যাকার রা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে ফোনে সমস্ত ডিলেটস হ্যাক করে নেবে আর আপনাকে সর্বস্বান্ত হয়ে যাবেন।

 


সম্প্রতি এক মারাঠি চ্যানেল এ এই ধরনের সতর্ক বার্তা প্রেরণ করা হচ্ছে।যার কারণে সাধারণ মানুষ কে এই বিষয়ে সতর্ক করা হচ্ছে। তাই এই রকম কোনো ফোন আপনার যাচ্ছে তাহলে আপনি ওই হ্যাকার দের বলা আপনার মোবাইল এ কোনো নাম্বার প্রেস করবেন না। সঙ্গে সঙ্গে ফোন টি কেটে দেবেন। তাই সতর্ক থাকুন সজাগ থাকুন। এই নতুন ধরণের জালিয়াতি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ