Header Ads Widget

ERTERTERT

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসলো তাজপুরের মহিলারা।



জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:গত শনিবার অস্থায়ী কাঠামো বসানো কে কেন্দ্র করে উত্তেজনা ও উত্তাল হয়ে ওঠে মন্দারমনি থানার তাজপুর সমুদ্র সৈকত সহ এলাকা। 

বন দপ্তরের জায়গা দখলের অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে রীতিমতো রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি কে মুখ্যমন্ত্রী দ্বারা ভৎসনা করে পদত্যাগ করতে বলা হয় তিনি পদত্যাগ ও করেন। 

তাতেও যেন কোনো ভাবেই  ভাটা পড়ছেন তাজপুর এলাকায়। সোমবার পদত্যাগ করেন মন্ত্রী অখিল গিরি। আবার মঙ্গলবার এলাকার এস সি মহিলারা দোকানদার বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ বন আধিকারিকের শাস্তি চাই দাবি তোলে। 


তার পরই বন দপ্তরের পক্ষে মন্দারমনি থানায় লিখিতভাবে অভিযোগ করা হয় ২০জন এলাকাবাসীর নামে। আর তাই সমগ্ৰ ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসলো এস সি মহিলারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ