রূপম দরবারের সঙ্গে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, বাকচা: পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহাল গ্রামে আবারো তদন্ত করতে এলো NIA এর প্রতিনিধি দল।

২০২৩ সালে ১ লা মে গোড়ামহাল গ্রামে বিজেপি নেতা বিজয় ভুঁয়া খুন হোন দুষ্কৃতীদের হাতে।সেই ঘটনায় মৃত বিজয় ভুঁয়ার স্ত্রী ৪৪ জন তৃণমূল নেতা কর্মীর নামে ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সেই সময়ে ৯ জন তৃণমূল নেতা কর্মীকে ময়না থানার পুলিশ গ্রেফতার করে। পরে বেশ কয়েকজন কোর্ট থেকে ৫ জন জামিনে মুক্তি পায়।
ময়না থানার পুলিশ বাকি তৃণমূল নেতা কর্মীদের নাম বিজয় ভুঁইয়া খুনের ঘটনায় চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দেয়। সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মৃত বিজয় ভুঁয়ার পরিবার কলকাতা হাইকোর্টে NIA তদন্ত দাবি করে আবেদন করে । কলকাতা হাই NIA তদন্তের নির্দেশ দেয়। হাই কোর্টের নির্দেশে মৃত বিজয় ভুঁয়া খুনের ঘটনায় NIA তদন্ত শুরু করে।
তদন্ত শুরু করে বিজয় ভুঁয়া খুনের ঘটনার সঙ্গে যুক্ত একাধিক তৃণমূল নেতা কর্মীদের ময়না থানায় ও কলকাতা NIA অফিসে ডেকে দফায় জিজ্ঞাসাবাদ করে। আজকে NIA তদন্ত কারি দল বাকচার গোড়ামহাল গ্রামে মৃত বিজয় ভুঁয়া খুনের ঘটনাস্টল ও পরিবারের সঙ্গে কথা বলে।
ও ১ লা মে কি ভাবে বিজেপি নেতা বিজয় ভুঁয়া কে কোনখান থেকে তুলে নিয়ে গিয়ে কোথায় খুন করা হয়েছিলো সেই ঘটনার পুননির্মান করেন NIA DIG পদমরজাদার আধিকারিকের নেতৃত্বে। তবে বিজেপি নেতাদের দাবি NIA তদন্ত যে পথে এগোচ্ছে বিজয় ভুঁয়া খুনের ঘটনায় যারা পত্যখ্যভাবে বা পরক্ষ ভাবে জড়িত আছে তারা ধরা পড়বে আর দোষীরা শাস্তি পাবে।
প্রায় কয়েক ঘন্টা গোড়ামহাল গ্রামে NIA তদন্তকারী দল তদন্ত চালান। মৃত বিজয় ভুঁয়ার স্ত্রী গোড়ামাহাল গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্যা লক্ষ্মী ভুঁয়া সংবাদ মাধ্যমে জানান যে বিজয় ভুঁয়া কে কি ভাবে কারা তুলে নিয়ে গিয়ে খুন কোরেছিলো সমস্ত ঘটনা NIA তদন্তকারী দলকে জানিয়েছেন ও তিনি NIA তদন্তে খুশি তার স্বামীর হত্যার সঙ্গে জড়িত দোষীরা শাস্তি পাবে তার বিশ্বাস।
অন্য দিকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের যুব সভাপতি আজগর আলি বলেন। NIA টিম হলো বিজিপির পরিচালিত। তৃণমূল নেতা কর্মীদের হেনস্তা করার জন্য এই তদন্ত।
0 মন্তব্যসমূহ