Header Ads Widget

ERTERTERT

সতীর ভৈরব ৫১ পিঠের পূজোর চমক এগরায়


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :সতীর ভৈরব ৫১ পিঠের পূজোর চমক।। আগের বারের মতো এবার সতীর ভৈরব ৫১ পিঠের পুজোর চমক এগরায়। 


জেলায় সর্বপ্রথম দেবী দূর্গা সাথে সাথে ভৈরবের ৫১ পিঠের থিম এনে নজর কাড়লো এগরা ২ ব্লকের ছোটোনলগেড়িয়াড় বিদ্যাসাগর স্মৃতি সংঘের এবারের পূজো।


 শাস্ত্র মতে দক্ষ রাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী। প্রতিশোধ নিতে মরিয়া ছিলেন রাজা দক্ষ। সেই উদ্দেশে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি। যজ্ঞের অনুষ্ঠানে দেবী যথাযথ সন্মান পাননি এবং দক্ষ রাজা মহাদেব শিবকেও অপমান করেছিলেন। 


দেবী সতী স্বামীর সেই অপমান সহ্য করতে পারেননি। দেবী সেই যজ্ঞের আগুনে নিজেকেই আহুতি দেন।এতেই মহাক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব মহাদেব। যজ্ঞ ভেঙ্গে দেন শিব। সতীর দেহ নিয়ে প্রচণ্ড প্রলয় নৃত্য করতে থাকেন দেবাদিদেব।


এতেই পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে, সুদর্শন চক্র পাঠিয়ে দেন। দেবীর দেহ ৫১ খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে। এইসব জায়গাকেই সতীপীঠ বলা হয়। 


জনশ্রুতি আছে প্রতিটি সতীপীঠের রক্ষাকর্তা হিসেবে ভৈরব বিরাজমান। সেই থিমকে এবারের পুজোয় তুলে ধরা হয়েছে। পূজো কমিটির সভাপতি পঞ্চানন বর জানিয়েছেন দেশ বিদেশে থাকা ৫১ পিঠ দর্শন সবার পক্ষে সম্ভব নয়।


 তাই শারদ উৎসবে সবার কাছে শিবের এই ৫১টি রূপ তুলে ধরা হচ্ছে। ৬ মাস সময় লেগেছে সেই মূর্তি তৈরী হতে। 


 উদ্যোক্তাদের আশা এবারেও এই মূর্তি দর্শন করতে বিপুল সংখ্যক মানুষ মণ্ডপে আসবে। 


এবারের পূজো ৪৫ বছরে পড়লো।  উদ্বোধন করবেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এবং এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। 


পুজোর প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ