Header Ads Widget

ERTERTERT

পাশকুঁড়ার এক সাস্থ্য কর্মীকে কাজের চাপ দিয়ে হেনস্থা,মানসিক চাপ আত্মঘাতী ওই মহিলা কর্মী।

 পাশকুঁড়ার এক সাস্থ্য কর্মীকে কাজের চাপ দিয়ে হেনস্থা,মানসিক চাপ আত্মঘাতী ওই মহিলা কর্মী।




   পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া ব্লকের এক মহিলা স্বাস্থ্য কর্মীকে কাজের চাপ দিয়ে লাগাতার হেনস্থা,আর তারপরেই অঘটন।

 প্রসঙ্গত দীর্ঘ কয়েকমাস ধরে ওই স্বাস্থ্য কর্মীকে প্রচুর কাজের চাপ বহন করতে হত ,কারণ ওনার কর্মরত সেন্টার এ কর্মীর অভাব, তবুও নিজের দায়িত্বে অনড় ছিলেন তিনি, কিন্তু বারবার জেনারেল মিটিং ও নানা জায়গায় ওই মহিলা কর্মীকে ব্লক স্বাস্থ্য আধিকারিক হেনস্থা করেন বলে অভিযোগ,আর সেই চাপ ও অপমান হেনস্থা সহ্য করতে না পেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কাটা পড়ে আত্মঘাতী হলেন ওই স্বাস্থ্য কর্মী।

 জানা গিয়েছে,ওই স্বাস্থ্য কর্মীর নাম সুস্মিতা সামন্ত,বয়স ২৮ বছর।বাড়ি ময়না এলাকায়।একটি তিন বছরের সন্তান আছে বলেও জানা গিয়েছে।




 এই মহিলা স্বাস্থ্য কর্মী কে এইভাবে হেনস্থা করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে শনিবার পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতাল সংলগ্ন স্বাস্থ্য কর্মীদের অফিসে সামনে ব্লকের সমস্ত হেল্থ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত দিদিমনিরা নানা দাবি নিয়ে প্রতিবাদে সামিল হবে জানা গেছে।



জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জে বি লাইভ নিউজ



একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. যে বা যারা এই মহিলাটিকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তাদের অবশ্যই শাস্তি হোক .

    উত্তরমুছুন
  2. সন্তানের মুখ চেয়ে বাঁচতে পারতেন। স্বামীরউচিৎ ছিল সহধর্মিনীর কাজে সাহায্য করা । সবশেষে কাজে ইস্তফা দিতে পারতেন I মরে যাওয়া সমস্যার সমাধান নয় ।

    উত্তরমুছুন
  3. কিছু ছোটলোকের বাচ্ছা প্রতি জায়গায় থাকে।নিচুতলার কর্মচারীদের তাদের বাড়ির চাকর মনে করেন।কি আর করা যাবে ।

    উত্তরমুছুন